E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০১৫ হবে খালেদার সর্বনাশের সাল : মায়া

২০১৪ ডিসেম্বর ৩১ ১২:০১:০৭
২০১৫ হবে খালেদার সর্বনাশের সাল : মায়া

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘২০১৪ সালের শেষ দিন আজ। যায় দিন ভাল। আসে দিন খারাপ। ২০১৪ সাল ছিল শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের সাল। আর ২০১৫ সাল হবে খালেদার সর্বনাশের সাল। বিএনপির কবরের সাল।’

বঙ্গবন্ধু এভিনিউতে বুধবার সকাল সোয়া ১১ টার দিকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর হরতালবিরোধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘২০১৪ সাল বিএনপির পতনের সাল। ২০১৫ সাল হবে তাদের কবরের সাল। তারা যেভাবে মানুষ হত্যা করেছে, কোরআন শরীফে আগুন দিয়েছে, জনগণ তাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘ খালেদা জিয়া মানুষ খেকো। রক্ত ছাড়া তার আর কিছু ভালো লাগে না। বিএনপিকে তো এখন আর আমরা বিএনপি বলি না, খালেদা জিয়া এখন জামায়াত-শিবিরের আমির। এজন্য তার কথা তার নেতারাও শোনেন না। হরতালের নাম দিয়ে ভিসিআর দেখেন।’

মায়া বলেন, ‘এই দেশে আর কোনদিন রাজাকারের গাড়িতে পতাকা উড়বে না। যতদিন একজন আওয়ামী লীগের কর্মী বেঁচে আছেন। ঢাকা শহর ঘুরে দেখেন, সব খোলা। দোকান খোলা, গাড়ি চলছে।’

মায়া ঢাকাবাসীকে হরতাল ব্যর্থ করার জন্য অভিনন্দন জানান।

ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, এ এফ এম আব্দুল হক, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test