E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে’

২০১৪ ডিসেম্বর ৩১ ১৫:০২:১০
‘জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে’

স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক বলেন, জামায়াত স্বাধীনতার ৪৩ বছর পরও স্বাধীনতায় বিশ্বাস করে না। আদালতের আদেশের বিরুদ্ধে তারা হরতাল ডেকেছে। কিন্তু জনগণ এই হরতাল প্রত্যাখ্যান করেছে।

হরতালে দোকানপাট খুলছে রাস্তায় গাড়ি চলছে দাবি করে তিনি বলেন, সারাদেশের মানুষ গত সোমবারের হরতাল যেমনিভাবে প্রত্যাখান করেছে আজকের হরতালকেও একইভাবে প্রত্যাখ্যান করেছে।

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে জরুরি অবস্থা জারি হতো দাবি করে আওয়ামী লীগের এই মন্ত্রী বলেন, নির্বাচন না হলে আফগানিস্তানের মতো দেশে আজ আমেরিকায় তাবেদার সরকার প্রতিষ্ঠা হতো।

বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংকৃতিক জোট এই সমাবেশের আয়োজন করে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব হাসিবুর রহমান মানিক এম এ রহিম প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test