E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘হরতাল ডেকে জামায়াত-শিবির আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’

২০১৪ ডিসেম্বর ৩১ ১৭:৫০:৩৯
‘হরতাল ডেকে জামায়াত-শিবির আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতাল ডেকে জামায়াত-শিবির আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করা যাবেনা। বাংলার মাটিতে ৭১ এর মানবতাবিরোধি অপরাধে অভিযুক্তদের বিচার সম্পন্ন হবে।

স্বাধীনতার দীর্ঘ সময় পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেশী বিদেশী নানা ষড়যন্ত্র হয়েছে। আন্তর্জাতিক চক্রান্ত উপেক্ষা করে ইতিমধ্যেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়েছে। অন্যান্য অপরাধীদের বিচার ও রায় কার্যকর শীঘ্রই হবে ইনশাল্লাহ। বুধবার দুপুরে শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামীলীগের হরতাল বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

এর আগে জেলা আওয়ামীলীগের বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডা: মকবুল হোসেন, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আইনুল হক সোহেল, এড.জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, সাগর কুমার রায়, শাহাদৎ হোসেন শাহীন, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, মিজানুর রহমান বকুল, সুলতান মাহমুদ খান রনি, এ্যাডোনিস বাবু, সাইফুল ইসলাম বুলবুল, আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সাহীন, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, ডালিয়া নাসরিন রিক্তা, দিলরুবা আমিনা আক্তার সুইট, জুলফিকার রহমান শান্ত, শহিদুল ইসলাম বাপ্পি, বজলুর রহমান বকুল, রুহুল আমিন বাবুল, নাজমুল কাদির শিপন, রেজাউল করিম রিয়াদ, শিল্পি বেগম, আসলাম হোসেন প্রমুখ।

(এএসবি/এএস/ডিসেম্বর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test