E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয় : তোফায়েল আহম্মেদ

২০১৪ ডিসেম্বর ৩১ ২১:০৫:০৩
২০১৯ সালের আগে কোনো নির্বাচন নয় : তোফায়েল আহম্মেদ

স্টাফ রিপোটার : আন্তর্জাতিক বানিজ্য মেলা উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বানিজ্যমন্ত্রি তোফায়েল আহম্মেদ বলেছেন জানুয়ারীতে আর কোন কঠোর কর্মসূচি দেবে না বিএনপি।

তিনি আরও বলেন, হরতাল দিয়ে বিগত দিনে বিএনপি চরম শিক্ষা হয়েছে এখন আর হরতাল হয় না জনগন হরতাল পছন্দ করে না, আজকে আমি ট্রাফিক জ্যাম এ আটকে ছিলাম আথচ আজ হরতাল চলছে এটা কোন ধরনের হরতাল এটা ।তারা জনগনকে ব্ঝুতে পেরেছে ।এ জন্য আমার বিশ্বাস জানুয়ারীতে যেন কোন হরতাল হবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না ।২০১৯ সাল পর্যন্ত আপেক্ষা করতে বলেছেন এর আগে কোন অবস্থায় নির্বাচন হবে না।

আন্তজাতিক বানিজ্য মেলা সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ হয় সেই আশাবাদ ব্যক্ত করেন এবং আগামীতে রাজধানীতে পূবাচলে স্থায়ীভাবে আনুষ্ঠিত হবে বলে তিনি সংবাদিকদের জানা। উক্ত সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রনায়লয়ের সচিব হেদায়েত আল মামুন সহ আন্যান্য কর্মকর্তারা।

(এমএসই/পি/ডিসেম্বর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test