E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাত দফা দিয়ে কোন কাজ হবে না’

২০১৫ জানুয়ারি ০১ ১৬:২৪:১৮
‘সাত দফা দিয়ে কোন কাজ হবে না’

স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার সাত দফাকে উড়িয়ে দিয়ে ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সাত দফা দিয়ে কাজ হবে না।

তিনি বলেন, এক দফা মেনেই ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে আসতে হবে। এর থেকে পিছু হটার কোনো সম্ভাবনা নেই।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকালে হরতালবিরোধী এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মায়া বলেন, বিএনপির যে সকল নেতা দলের ধ্বংসাত্মক কার্যকলাপ পছন্দ করেন না। তারা গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা তাদের আমলনামা দেখছি। যাদেরকে আমরা ভাল মনে করব তাদেরকে নিতে পারি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়ার সঙ্গে কোনো ভাল নেতা থাকবে না। থাকবে সন্ত্রাসী, জঙ্গিবাদী ও চোর-ডাকাতরা।

তিনি বলেন, যে হরতালের মধ্যে কোনো মহাত্ম নেই, এমন হরতাল দিয়ে লাভ কি? যেখানে জনসম্পৃক্ততা নেই সেসব কর্মসূচি থেকে বিরত থাকুন।

তিনি বলেন, আগে দেখতাম কুকুর মানুষকে কামড় দিত। এখন দেখছি জামায়াত-শিবির মানুষকে কামড় দিচ্ছে। এ ধরনের হিংস্র, বর্বরতার নেতৃত্বে আছেন খালেদা জিয়া। মানুষ কামড়ে দিয়ে প্রতিহিংসা ও বর্বরতার রাজনীতি দিয়ে ক্ষমতায় আসা যাবে না।

ঢাকা মহানগর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ০১, ২০১৫)


পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test