E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়ার কথাগুলো অবাস্তব’

২০১৫ জানুয়ারি ০২ ১৪:৫৪:১৭
‘খালেদা জিয়ার কথাগুলো অবাস্তব’

জাবি প্রতিনিধি : ২০১৯ সালে আগে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তখন তিনি সংলাপে না এসে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিয়েছেন। কিন্তু জনগণ তা গ্রহণ করেনি।

খালেদা জিয়ার সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গে তোফায়েল বলেন, তিনি যেসব কথা বলেছেন- সেগুলো অবাস্তব। তার এসব কর্মসূচি হলো পিছুটান কর্মসূচি। জ্বালাও-পোড়াও করে লাভ হবে না- তিনি সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন বলেই সাত দফা কর্মসূচি দিয়ে নিজের মর্যাদা অক্ষুণ্ন রাখতে চেয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চার দশক পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তোফায়েল।

সংলাপ বিষয়ে মন্ত্রী বলেন, আমরা অতীতে খালেদা জিয়াকে বারবার সংলাপের আহ্বান জানিয়েছি- তিনি সাড়া দেননি। আমি মনে করি, এবার তাকে চারটি বছর অপেক্ষা করতে হবে। আগামী ২০১৯ সালের ৩১ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সেই সময় হয়তো সংলাপ হতে পারে। তিনি যে সংলাপের কথা বলেছেন- সেটা বাস্তব সম্মত নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাভার-আশুলিয়া আসনের এমপি ডা. এনামুর রহমান, প্রো-ভিসি অধ্যাপক ড. আবুল হোসেন প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test