E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ পাননি বিএনপি নেতারা

২০১৫ জানুয়ারি ০৩ ১৪:০১:১১
পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ পাননি বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার : ৫ জানুয়ারির সমাবেশের অনুমতির বিষয়ে জানতে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গেলেও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সাক্ষাৎ পাননি তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বিশ্ব ইজতেমার প্রস্তুতির জন্য টঙ্গীতে অবস্থান করায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি।

ডিএমপি থেকে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, ‘সমাবেশের অনুমতির বিষয়টি জানতে গত ১ জানুয়ারি ডিএমপিতে গিয়েছিলাম, আজও এসেছি। কিন্তু পুলিশ কর্মকর্তারা আমাদের সঙ্গে দেখা করেনি।’

ফারুক বলেন, ‘আমরা আশা করছি আজকের মধ্যে সমাবেশের অনুমতি পাব এবং ৫ জানুয়ারি সমাবেশ করা হবে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রাক্তন চিফ হুইপ ও দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে তিন সদস্যর প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে যান। অন্য দুইজন হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি। তারা ডিএমপিতে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ নতুবা মতিঝিল শাপলা চত্বর যে কোনো এক জায়গায় সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test