E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'খালেদার ৭ দফা গনতন্ত্রের জন্য হুমকিস্বরুপ'

২০১৫ জানুয়ারি ০৩ ১৯:১২:০৪
'খালেদার ৭ দফা গনতন্ত্রের জন্য হুমকিস্বরুপ'

সিরাজগঞ্জ প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার ৭ দফার ভিতরে জঙ্গি, রাজাকারদের সঙ্গে দোস্তির রাজনীতি ছাড়ার কোন ঘোষণা দেননি। তিনি জঙ্গিতান্ডব, নাশকতা ও অন্তঘাত সম্পর্কে দেশবাসীর কাছে মাফ চাননি, তওবা করেননি উল্টো যুদ্ধাপরাধী, জঙ্গি অপরাধী ও অসৎ সাংবাদিকদের মুক্তির পক্ষে ওকালতি করেছেন এবং এই সব অপরাধীদের নিয়ে সরকার গঠনের প্রস্তাব করেছেন।

ইনু বলেন, গণতান্ত্রীক নির্বাচনে জঙ্গি, যুদ্ধাপরাধী এবং রাজাকার গণতন্ত্রে হালাল করা যায়না। তিনি ৭ দফা প্রস্তাবের মধ্যে দিয়ে আবার জঙ্গি, যুদ্ধাপরাধী এবং রাজাকাদের রাজনীতিতে হালাল করার প্রস্তাব উৎথাপন করেছেন তাই বেগম খালেদা জিয়া এখনো গণতন্ত্র এবং নির্বাচনের জন্য হুমকিস্বরুপ। তথ্যমন্ত্রী শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে জেলা জাসদের দ্বি-বার্ষীক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বীয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাদের চৌধুরী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, সাদারণ সম্পাদক নাজমুল হক মুকুল।

(এসএস/পি/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test