E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংবাদ সম্মেলন চলাকালিন স্থগিত; ক্ষমা চাইলেন আহ্বায়ক

২০১৫ জানুয়ারি ০৩ ২১:৪২:৫৩
সংবাদ সম্মেলন চলাকালিন স্থগিত; ক্ষমা চাইলেন আহ্বায়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন ডেকে সম্মেলন চলাকালে মুঠোফোনে ফোনে তাৎক্ষনিক সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করে সকল নেতা ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে শনিবার উল্লাপাড়া প্রেসক্লাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত দলীয়নেতাকর্মিদের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর উল্লাাপাড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামসহ জেলার বিভিন্ন উপজেলার সংসদ সদস্য ও নেতৃবন্দরা উপস্থিত ছিলেন। কাউন্সিলে ঐক্যমত্যের ভিত্তিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে মীর শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক পদে এইচটি ইমামের ছেলে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামকে নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণার পর থেকে স্থানীয় ভাবে নেতাকর্মিরা দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রীয় ও জেলা আ. লীগসহ সর্বোচ্চ মহলে আলোচিত হতে থাকে। ৪৬ দিন পর জেলা আ. লীগ কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে গত ২৭ ডিসেম্বর জেলা আ.লীগের এক কার্য্যনির্বাহী সভায় উপজেলা কমিটি বাতিল করে ৪৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এই কমিটিতে উপজেলা মীর শহিদুল ইসলামকে আহবায়ক, যুগ্ন আহ্বায়ক হিসেবে সাবেক সাধারন সম্পাদক ও সংসদ সদস্য শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন-হাবীব, ইদ্রিস আলী ও মাহবুব সারোয়ারকে রাখা হয়। আহবায়ক কমিটির তালিকা পাওয়ার পর উপজেলা আ. লীগ নেতাকর্মিদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়।

এই আহবায়ক কমিটি বাতিলের দাবিতে শনিবার বেলা ১২টায় উল্লাপাড়া প্রেসক্লাবে উপজেলা আ.লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আহবান করা হয়। সংবাদ সম্মেলন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বর্তমান আহ্বায়ক মীর শহিদুল ইসলাম এর মুঠোফোনে ফোন আসে। তাৎক্ষনিক সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। সংবাদসম্মেলনে উপস্থিত মীর শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা সাংবাতিকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, বিশেষ কারনে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করলাম। আমাদের বিষয়টি নিয়ে উর্ধতন নেতাদের সঙ্গে আলোচনা হবে। একই সঙ্গে কোন প্রকার সংবাদ পরিবেশন না করার জন্য করজোরে ক্ষমা চেয়ে সবাই প্রেসক্লাব ছেড়ে চলে যান। সংবাদ সম্মেলন চলাকালে উপজেলা আ. লীগ সকল অংগ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

(এসএস/পি/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test