E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত খুনের সঙ্গে জড়িতদের ছাড় হবে না : আমির হোসেন আমু

২০১৪ মে ০৬ ১৩:৪৮:২৩
সাত খুনের সঙ্গে জড়িতদের ছাড় হবে না : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার : শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জড়িতরা যত প্রভাবশালীই হোক তাদের ছাড় দেয়া হবে না। মঙ্গলবার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমু বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল এবং আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় যারাই জড়িত থাকুক, এমনকি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা সরকারি দলের নেতা হলেও তাদের ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত কঠোরভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী এমন অভিমত ব্যক্ত করেন বলে জানান আমির হোসেন আমু।

তিনি আরো বলেন, খুব শিগগিরই সত্য প্রকাশ হবে এবং আসামিদের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

এ সময় বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি নেতারা যখন সরকার উৎখাতের হুমকি দেন এবং তারপরই এ রকম খুন ও গুমের ঘটনা ঘটে, তখন জনগণ এর সঙ্গে মিল খুঁজে পেলে বিষয়টি অস্বাভাবিক হবে না।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই এ নির্বাচন। কিন্তু তারা এদেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চেষ্টা করেছিলো। আজকে তারা সংবিধান, জাতীয় সঙ্গীত ও যুদ্ধকালীন সরকার নিয়ে চ্যালেঞ্জ করে। তাদের এ সব কর্মকাণ্ডেই প্রমাণ হয় তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী না।

গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

এছাড়া উপস্থিত ছিলেন আহসানউল্লাহ মাস্টারের পুত্র জাহিদ আহসান রাসেল এমপি।

(ওএস/এটি/মে ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test