E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা

২০১৫ জানুয়ারি ০৪ ১১:১২:৪২
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা

স্টাফ রিপোর্টার : নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অসুস্থ বিএনপি নেতা রিজভী আহমেদকে ডিবি পুলিশের একটি দল শনিবার দিবাগত রাত ১২টার দিকে নিজেদের হেফাজতে হাসপাতালে নিয়ে যায়। এরপরই বিএনপির কার্যালয়ে তালা মেরে দেওয়া হয় বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

শনিবার রাত ১০টার দিকেই পুলিশ, র্যা ব ও সাদা পোশাকে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর রাত ১২টার দিকে কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’পালন করার প্রস্তুতি নিচ্ছে। এর বিপরীতে ‘গণতন্ত্র হত্যা দিবস’পালন করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে বিএনপিতে। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। অপর দিকে সোহরাওয়ার্দী উদ্যান, নয়া পল্টনের কার্যালয়ের সামনের সড়ক অথবা মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে চায় বিএনপি। যে কোনো মূল্যেই জনসভা করার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি। এ নিয়ে দেশে সৃষ্টি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

বিএনপি যেন দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পেরে সেজন্যই তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলানোসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test