E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ দিনের মতো অবরুদ্ধ খালেদা জিয়া

২০১৫ জানুয়ারি ০৭ ১২:২৭:০৩
চতুর্থ দিনের মতো অবরুদ্ধ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চতুর্থ দিনের মতো গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

কার্যালয়ের চারপাশে প্রতিদিনের মত বুধবারও পুলিশের উপস্থিতি রয়েছে। রয়েছে জলকামান, পুলিশের পিকআপ ভ্যান ও সাঁজোয়া যান। সব মিলিয়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।

কার্যালয়ের ভেতরে বিশিষ্টজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মূল ফটকে এখনো তালা ঝুলছে।পকেট গেট দিয়ে খালেদা জিয়ার সকালের নাস্তা নিয়ে যাওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়া শনিবার রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।

বালু, ইট ও পাথরভর্তি ৮টি ট্রাক রবিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে কার্যালয়ের পশ্চিম ও উত্তর পাশের রাস্তার সামনে আড়াআড়িভাবে রাখা হয়। এর মধ্যে চারটি ছিল বালুভর্তি, বাকিগুলো ইট ও পাথরভর্তি। সোমবার রাতে সেগুলো সরানো হয়।

পূর্বঘোষিত সোমবারের (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচিতে যোগ দিতে চাইলেও খালেদা জিয়াকে কার্যালয় থেকে বের হতে দেয়নি পুলিশ। পরে তিনি কার্যালয়ের ভেতর থেকেই গণমাধ্যমে কথা বলেন এবং দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। অবরোধের দ্বিতীয় দিন চলছে।

এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক মাহফুজ উল্লাহ অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৫ )

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test