E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউট্যাবের প্রতিনিধিদলকে খালেদার কার্যালয়ে প্রবেশে বাধা

২০১৫ জানুয়ারি ০৭ ১২:৫০:৫৭
ইউট্যাবের প্রতিনিধিদলকে খালেদার কার্যালয়ে প্রবেশে বাধা

স্টাফ রিপোর্টার : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)র প্রতিনিধিদলকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না পুলিশ।

চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের জন্য প্রতিনিধিদলটি বুধাবার বেলা সোয়া ১২টায় গুলশান কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

ইউট্যাবের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়েল সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন- ইউট্যাবের মহাসচিব তাহমিনা আখতার ট্রপি, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর আশরাফুল ইসলাম, প্রফেসর আব্দুল আজীজ, প্রফেসর খলিলুর রহমান, প্রফেসর ইসরাফিল রতন, প্রফেসর দেবাশিষ ভট্রাচার‌্য, প্রফেসর আলমগীর হোসেন, প্রফেসর সাবরিনা শাহনাজ, প্রফেসর রইস আহমেদসহ ১৮ জন শিক্ষক।

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘আমরা ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। কিন্তিু আমাদের কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।’

(ওএস/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৫ )

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test