E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি আবোল-তাবোল প্রলাপ বকছে’

২০১৫ জানুয়ারি ০৭ ১৯:০৩:৩২
‘বিএনপি আবোল-তাবোল প্রলাপ বকছে’

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বিএনপি বর্তমানে জনগণের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আবোল-তাবোল প্রলাপ করছে। জনগনের সাথে জনবিচ্ছিন্ন হয়ে জঙ্গীবাদ ও মৌলবাদী  রাজনীতি করে কোন দিন ক্ষমতার মসনদে যাওয়া যাবে না।

২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন না হলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কবর রচিত হত। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছেন। বর্তমানে ধ্বংসাত্মক কাজ পরিহার করে জামাত শিবিরের সঙ্গ ছেড়ে ২০১৯সালের জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান জানান।

তিনি বুধবার বিকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সোয়া এক কোটি টাকার বেশির ব্যয় নির্মিত একটি একাডেমিক ও একটি পাকাকরন রাস্তা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা কিশোর রায় মণি, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ৬১ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত হাছন আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৫২লক্ষ টাকা ব্যয়ে জুড়ী-বৈষ্ণবপাড়া ভায়া মোকামটিলা রাস্তার উন্নয়ন কাজ করা হয়।

(এলএস/এএস/জানুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test