E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারের প্রভাবিত রায় ছাত্রসমাজ মানে না

২০১৫ জানুয়ারি ০৮ ১২:০০:১৩
সরকারের প্রভাবিত রায় ছাত্রসমাজ মানে না

স্টাফ রিপোর্টার : ‘সরকারের দ্বারা প্রভাবিত হয়ে হাইকোর্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।’

ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ অভিযোগ করেন। তারা হাইকোর্টের ওই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংগঠনের দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ সব কথা বলা হয়।

ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে উল্লেখ করেন, ‘আদালতকে প্রভাবিত করে এ ধরনের ন্যক্কারজনক রায় মতপ্রকাশের স্বাধীনতার চূড়ান্ত ফ্যাসিবাদী রূপ। এ অবৈধ সরকার যে বাকশাল কায়েমের চেষ্টায়রত, এ রায়ের মাধ্যমে তা জনগণের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। এ সরকারবিরোধী মতাদর্শের কণ্ঠরোধ করে দিতে চায়। পুরো দেশে বাকশাল কায়েম করে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী, কোনো ফ্যাসিবাদী বা বাকশালী সরকার জনগণের কণ্ঠরোধ করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এ অবৈধ সরকারও পারবে না।’

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, ‘এ ধরনের রায় জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এ রায় চলমান অবরোধ কর্মসূচিকে আরও বেগবান করবে। এ দেশের ছাত্রসমাজ এ রায়কে মানে না। তারা তারেক রহমানের সঙ্গে অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা বিশ্বাস করে, বাকশালী এ রায় সময়ের সঙ্গে এক দিন ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। আর তারেক রহমান বর্তমান সময়ের মতোই ভবিষ্যতে সত্যের ঝাণ্ডা হাতে একইভাবে সঠিক ইতিহাস তুলে ধরবেন এবং জাতিকে দিকনির্দেশনা দিবেন।’

(ওএস/এটিআর/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test