E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বাঙালী জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে'

২০১৫ জানুয়ারি ১০ ১৯:৫২:৩৪
'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বাঙালী জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে'

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীন বলেছেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য-স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাঁকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে আটক রাখা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। শনিবার বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। শহরের সাতমাথায় জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মকবুল হোসেন, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এড. জাকির হোসেন নবাব, আল রাজি জুয়েল প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন এড. রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এড. তবিরর রহমান তবি, শাহাদৎ আলম ঝুনু, আবুল কাশেম ফকির, ডা: মোস্তফা আলম নান্নু, সামছুদ্দিন শেখ হেলাল, মাফুজুল ইসলাম রাজ, শাহাদত হোসেন শাহীন, শেখ শামিম, ওবায়দুল হাসান ববি, সুলতান মাহমুদ খান রনি, মিজানুর রহমান বকুল, এ্যাডোনিস বাবু, আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো।

(এএসবি/পি/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test