E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়া অস্বাভাবিক আচরণ শুরু করেছেন’

২০১৫ জানুয়ারি ১১ ১৫:০০:৩০
‘খালেদা জিয়া অস্বাভাবিক আচরণ শুরু করেছেন’

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচী নিয়ে বলেছেন, গত ৫ তারিখের আগে থেকে খালেদা জিয়া নাশকতার আশ্রয় নিয়েছেন ও সহিংস ঘটনার আলামত প্রদর্শন করেছেন। আর সেকারণেই জানমালের ক্ষতি থেকে বাঁচতে উনাকে নিবৃত্ত করা হয়েছে।

উনি যদি সহিংস ঘটনার আলামত প্রদর্শন না করতেন তাহলে উনি কর্মসূচী খালেদা জিয়ার আচরণকে অস্বাভাবিক ও রহস্যজনক আখ্যায়িত করে ইনু বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে তা ঠেকাতে পারেনি, বর্তমানে কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হওয়ার পথে, সেই জন্যে তিনি তড়িঘড়ি করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার উদ্যোগ নিয়েছেন। যাতে বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আসে এবং ফাঁসি কার্যকর না হয়।

তথ্যমন্ত্রী আরো বলেন, উনি (খালেদা জিয়া) জেএসসি পরীক্ষার ধার ধারলেন না, উনি মুসল্লী ইজতেমার ধার ধারলেন না, এত অমানবিক আচরণ কেন? এত গোর্য়াতুমি কেন? উনি কি এই তিন দিনে সরকারের পতন চেয়েছিলেন? উনি অস্বাভাবিক আচরণ শুরু করেছেন। এবং এই অস্বাভাকি আচরণের পিছনে রহস্য রয়েছে।

ইনু নাশকতার ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে বলেন, পুলিশ আরো কঠোর হবে। পৃথিবীতে যে পদ্ধতিতে নাশকতা দমন করা হয় সেই পদ্ধতিতে দমন করা হবে। সেখানে মুখ দেখে দল দেখে তোয়াক্কা করা হবে না। বেগম খালেদা জিয়া যতবারেরই প্রধানমন্ত্রী হোক না কেন নাশকতা অর্ন্তঘাতের সাথে সর্ম্পক ছিন্ন না করলে কঠিন পরিনতির সম্মুখীন হবে।

আজ রবিবার বেলা ১১টার সময় কুষ্টিয়া সার্কিট হাউজ প্রাঙ্গনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।

(কেকে/এএস/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test