E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার পতন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে’

২০১৫ জানুয়ারি ১১ ১৫:১৫:০৮
‘সরকার পতন না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে’

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রবাদ আছে, সাড়ে ৭শ ইঁদুর খেয়ে বিড়াল চলে তীর্থে। আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে তেমন। এরা বকধার্মিক সেজেছে। এরা ভণ্ড, প্রতারক। তারা মিথ্যা অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।’

একইসঙ্গে তিনি সরকার পতন আন্দোলন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘অবরোধ চলবে, বিজয় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন।’

গুলশানের একটি বাসায় রবিবার উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীর সামনে তিনি এ সব কথা বলেন।

টঙ্গিতে বিশ্ব ইজতেমার সময়ে বিএনপির অবরোধ কর্মসূচি চলায় ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দলের একজন উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ কর্মসূচি দিয়ে নাকি ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের কথা শুনে বিস্মিত হতে হয়।

তিনি বলেন, যারা হেফাজতের সমাবেশে কোরআন মুখস্ত পড়া ছেলেদের নির্বিচারে হত্যা করেছে, যাদের গণজাগরণ মঞ্চের একজন ব্লগার রাসুলের (সা.) বিরুদ্ধে কটূক্তি করেছে, যাদের দলের একজন মন্ত্রী আল্লাহ, মহানবী রসুল (সা.), তবলীগ জামাত সম্পর্কে বাজে কথা বলার পরও কারাগারে জামাই আদরে রাখা হয়েছে, তারাই আজ ইসলামের সেবক সেজেছে।’

এফবিবিসিআই প্রধানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এফবিবিসিআই প্রেসিডেন্ট বলেছেন, অবরোধ ও হরতাল বন্ধে আইন প্রণয়ন করা উচিৎ। শুধুমাত্র নির্দেশিত হয়ে কথা বলা উচিৎ নয়। উনি তো গুপ্ত হত্যা, গুম, খুন বন্ধের কথা বলেননি।’

তিনি বলেন ‘উনাদের উচিৎ এমন একটি উদ্যোগ নেয়া- যাতে দেশে স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকে। বর্তমান সংকট থেকে উত্তরণে নির্দলীয় সরকারের সরকারের অধীনে সব দলের অংশগ্রহনমূলক নির্বাচন উদ্যোগ নিতে হবে।

চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন রিজভী। তিনি চাষী নজরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

(ওএস/এএস/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test