E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পোস্ট অপারেটিভ কক্ষে রিয়াজ রহমান

২০১৫ জানুয়ারি ১৪ ২০:৫০:০৭
পোস্ট অপারেটিভ কক্ষে রিয়াজ রহমান

স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার শেষে বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে পোস্ট অপারেটিভ কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

দুপুর আড়াইটায় তাকে এইচডিইউ কক্ষ থেকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে আনা হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সাড়ে তিন ঘণ্টার অস্ত্রোপচার শেষে রিয়াজ রহমানকে পোস্ট অপারেটিভ কক্ষে আনার পর দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ তার শয্যার পাশে কিছু সময় ছিলেন। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, আমি তাকে দেখে এসেছি। রিয়াজ রহমান সাহেব এখনো শঙ্কামুক্ত নন। তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখনো অজ্ঞান অবস্থায় আছেন। কারণ, অস্ত্রোপচারের সময় তাকে অ্যানেসথেসিয়া দেয়া হয়েছিলো, যার প্রভাব এখনো যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপির অবরুদ্ধ কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে গুলশান ২ নম্বরের কাছে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান। সন্ত্রাসীরা তাকে কাছ থেকে গুলি করে, তার গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়।

(ওএস/অ/জানুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test