E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে আ’লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

২০১৫ জানুয়ারি ১৫ ১৮:০৮:৪৮
ধামইরহাটে আ’লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাটে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে আওয়ামীলীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিএনপি অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে ২০ দলের নেতাকর্মীরা মাঠে নেমে মহড়া দেয়াকালে ছাত্রলীগের জনৈক কর্মীর সঙ্গে মোটরসাইকেল চালানোর বিষয়ে বাকবিতন্ডার সৃষ্টি এবং এক পর্যায়ে ধস্তাধস্তি হয়।

এরই জের ধরে ১০ মিনিটের ব্যবধানে ৫/৭ জনের ছাত্রলীগ কর্মী আমাইতাড়ায় মহড়া দিতে গেলে অবরোধকারীদের কবলে পড়ে। অবরোধকারীরা ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করার এক পর্যায় তারা পার্শ্ববর্তী এম এম ডিগ্রী কলেজ মাঠে প্রবেশ করে কলেজের অধ্যক্ষের কার্যালয় ভাংচুরসহ ৭টি মোটর সাইকেল ভাংচুর করে। দুপুর ১২টার দিকে আমাইতাড়ায় ২০ দলের নেতাকর্মী সমাবেশ করতে চাইলে প্রশাসন ও পুলিশি বাধায় সমাবেশ পন্ড হয়ে যায়।

সমাবেশের নেতাকর্মী ঘরে ফেরাকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ধাওয়া করে এবং এক পর্যায়ে উপজেলা বিএনপি অফিস ভাংচুর সহ দুই স্থানীয় সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে দুপুর আড়াই টায় আওয়ামীলীগ নেতাকর্মীরা হরতাল বিরোধী লাঠি মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ করে। এদিকে নওগাঁ শহরে হরতাল চলাকালে শহরের তুলশীগঙ্গা, ঢাকা বাসষ্ট্যান্ড, তাজের মোড়, ব্রিজের মুখে আকন্দ মার্কেটের সামনে, মাংসহাটির মোড়, মুক্তির মোড়, রুবির মোড়, দয়ালের মোড় এবং বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকা ছিল পিকেটারদের দখলে। পিকেটাররা তাজের মোড়সহ কয়েকটি এলাকায় চার্জার, সিএনজির কাঁচ ভাংচুর করে। বেশ কিছু পিকেটার সাংবাদিকদের গাড়িও আটকানোর চেষ্টা করে। হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত শহরের খন্ড খন্ড মিছিল করে। কাঁচাবাজার ছাড়া শহরের প্রায় অধিকাংশ দোকানপাটই বন্ধ ছিল।

(বিএম/এএস/জানুয়ারি ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test