E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিএনপিকে নাশকতা থামাতে বলনু’

২০১৫ জানুয়ারি ১৮ ১৪:১৮:৫১
‘বিএনপিকে নাশকতা থামাতে বলনু’

স্টাফ রিপোর্টার : বিএনপিকে সহিংসতার পথ থেকে সরিয়ে আনতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

রবিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো বাড়িতে ডাকাত পড়লে মালিক ডাকাতের সঙ্গে আলোচনায় বসে না। দেশে এখন ডাকাত পড়েছে, এদের সঙ্গেও আলোচনা হতে পারে না, হবে না।

তিনি বলেন, যারা আলোচনার কথা বলছেন তাদের বলব, আগে বিএনপিকে নাশকতা থামাতে বলনু। এই জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

গুলশানে কূটনৈতিক পাড়া থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে আনতেও সরকারের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান।

ডিপ্লোমেটিক জোনে বসে খালেদা জিয়া পেট্রোল বোমা হামলার নেতৃত্ব দিচ্ছেন। ওই এলাকায় অনেক বিদেশি থাকেন। সরকারকে অনুরোধ জানাব, খালেদা জিয়ার গুলশান অফিস ডিপ্লোমেটিক জোন থেকে সরিয়ে তাকে বাড়িতে পাঠানোর জন্য, বলেন তিনি।

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে সমাবেশ করার ঘোষণা দিয়ে ৩ জানুয়ারি গুলশানে নিজের কার্যালয়ে গিয়ে ‘অবরুদ্ধ’ হন খালেদা জিয়া। পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন তিনি।

এরপর থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। প্রায় দুই সপ্তাহের সহিংসতায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি নিয়ে আলোচনা’ শীর্ষক সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন হাছান মাহমুদ।

চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ব্রিটিশবিরোধী রাজনীতি যারা করতেন তাদের দেখলে মানুষ শ্রদ্ধায় অবনত হত। মানুষ সম্মান করত।

দুঃখজনক হলেও সত্য, আজকে বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষ হত্যার রাজনীতি চলছে। ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত চক্র ধ্বংসের রাজনীতি শুরু করেছে।

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় সম্মিলন বিশ্ব ইজতেমার সময়ও অবরোধ চালিয়ে যাওয়ার সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচন আসলে তারা কড়া মুসলমান হয়ে যান। অথচ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামায়াত ইজতেমার মধ্যে খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করেন নাই, ইজতেমাগামী গাড়িতে পেট্রোল বোমা মেরেছেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ বক্তব্য দেন।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test