E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংলাপের আগে নাশকতা বন্ধ করতে হবে

২০১৫ জানুয়ারি ১৯ ১৬:২৪:২৭
সংলাপের আগে নাশকতা বন্ধ করতে হবে

স্টাফ রিপোর্টার : বিএনপিকে সংলাপের দাবি করার আগে নাশকতা বন্ধ করতে বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

 

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোমবার দুপুরে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন। নৌকা সমর্থক গোষ্ঠী এ আলোচনা সভার আয়োজন করে।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘কিছু বুদ্ধিজীবীসহ অনেকেই মনে করেন নাশকতা ও সন্ত্রাস করে সরকারকে সংলাপের জন্য বাধ্য করা যাবে। সংলাপ গণতন্ত্রের একটি অব্যাহত ধারা। কিন্তু কিছু পেট্রোলবোমা মেরে, সহিংসতা ও নাশকতা করে সংলাপের জন্য বাধ্য করা কোনো নৈতিকতাকেই বহন করে না। তিনি বলেন, আমি ওই সব বুদ্ধিজীবীদের বলব, আগে এই নাশকতা বন্ধ করতে বলুন।

সভা-সমাবেশ করার অধিকার সকলের আছে, তবে সেটি হতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, গণতন্ত্র কখনো নাশকতা ও সহিংসতার কাছে পরাজিত হয়নি। বরং গণতন্ত্র নাশকতাকে নির্মূল করেছে ও করবে। না হলে ভারতের পশ্চিমবঙ্গে নকশালরাই তো ক্ষমতায় থাকত। কিন্তু সেটা হয়নি।

নাশকতা প্রতিরোধে জনসম্পৃক্ততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অনেকে মনে করেন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের দায়িত্ব। এ অবস্থায় শুধু সরকারকে কাজ করলেই হবে না। দেশের সকল শ্রেণী ও পেশার মানুষকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে হবে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী ও আব্দুল হাই কানু প্রমুখ।

(ওএস/এটিআর/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test