E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারের পাশে থাকবে জাতীয় পার্টি : রওশন

২০১৫ জানুয়ারি ২০ ১৯:৩৯:০৭
সরকারের পাশে থাকবে জাতীয় পার্টি : রওশন

স্টাফ রিপোর্টার, ঢাকা : দেশের শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার যে পদক্ষেপ নেবেন, জাতীয় পার্টি তার সঙ্গে থাকবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানন্ত্রীকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, সব ধরনের সহিংসতা কঠোর হস্তে দমন করুন, বিরোধী দল হিসেবে আমরা আপনার সঙ্গে আছি। আমরা সংসদের বিরোধী দল। আমরা কখনো সংসদ বর্জন করি না। দাবি আদায়ের অন্যতম হাতিয়ার হিসেবে হরতাল-অবরোধ স্বীকৃত হলেও আজকাল এটা দুর্ভোগ এবং আতঙ্কের বিষয় হিসেবে দাঁড়িয়েছে। এ সব মেনে নেওয়া যায় না।

বিরোধী দলীয় নেতা বলেন, উত্তরবঙ্গে যেভাবে ৩ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে তা মানবতার পরিচয় নয়। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, ট্রেনের লাইন উপড়ে ফেলা নিরীহ মানুষকে প্রতিপক্ষ করার শামিল। মানুষের জন্য রাজনীতি করার কথা বলে তাদেরকে প্রতিপক্ষ বানানো যায় না। এতগুলো মানুষের জীবনে ক্ষতি হল এই দায়দায়িত্ব কার? কে নেবে? এ পরিস্থিতি কঠিন হস্তে দমন করতে হবে। সবাই মিলে পাড়ায় মহল্লায়, প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন রওশন এরশাদ।

(ওএস/অ/জানুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test