E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মানুষ হত্যার দায় বিএনপি-জামায়াত কিছুতেই এড়াতে পারে না'

২০১৫ জানুয়ারি ২০ ১৯:৫১:২১
'মানুষ হত্যার দায় বিএনপি-জামায়াত কিছুতেই এড়াতে পারে না'

স্টাফ রিপোর্টার, ঢাকা : বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের ডাকা জলমান অবরোদ কর্মসূচিতে পেট্রোল বোমার আগুনে ও সংঘর্ষে মানুষ হত্যার দায় বিএনপি-জামায়াত কিছুতেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। মঙ্গলবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

পল্টনের মহাসমাবেশর ১৪তম বার্ষিকী পালন ও শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর এই অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম আরো বলেন, বর্তমান রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা না করে সরকার পুলিশ-বিজিবি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পরিস্থিতি আরও সংকটময় করে তুলেছে। দু’পক্ষের ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দের ফলে যে নৈরাজ্যকর ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তার সাথে জনগণের স্বার্থের কোন সম্পর্ক নেই।

সমাবেশে বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, দেশবাসী চলমান অনিশ্চয়তা, সংঘাত-সহিংসতার অবসান চায়।

পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশের পর সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়া হয়। এরপর পল্টন হত্যাকাণ্ডে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিলানী শুভ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিবি’র জাতীয় পরিষদ সদস্য ও যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন। সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/অ/জানুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test