E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে ছাত্রফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০১৫ জানুয়ারি ২২ ১৭:১৯:৫৫
নোয়াখালীতে ছাত্রফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালী প্রতিনিধি : সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক একই পদ্ধতির শিক্ষার দাবীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বাসদ (মার্কবাদী) জেলা কার্যালয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এ আলোচনা সভা।

ছাত্র ফ্রন্ট নোয়াখালী শাখার আহ্বায়ক বিটুল তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাসদ (মার্কবাদী) জেলা শাখার সদস্য সচিব দলিলের রহমান দুলাল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রেজা, নোয়াখালী সরকারি কলেজের আহ্বায়ক আনোয়ারুল হক পলাশ, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন খোকন, জেলা কমিটির সদস্য জহির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নোয়াখালী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম।

এ সময় বক্তারা বলেন- দ্বি-দলীয় ক্ষমতাকেন্দ্রীক রাজনৈতিক সংঘাত জনগণকে জিম্মি করেছে। সর্বস্তরের মানুষের অধিকার বিপন্ন করছে। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক মানবিক অধিকারগুলোর টুঁটি চেপে ধরছে। তার আক্রমণ থেকে শিক্ষা ব্যবস্থাও মুক্ত নয়। একদিকে শিক্ষাকে অতীতের শাসক গৌষ্ঠির মত বর্তমান সরকারও শিক্ষার বাণিজ্যিকীকরণ-সংকোচন নীতি অব্যাহত রেখেছে। তার মূল কথা হচ্ছে টাকা যার শিক্ষা তার। শিক্ষাকে পণ্যে পরিণত করে শিক্ষার নৈতিকতাকে ধ্বংস করছে। অন্যদিকে শিক্ষার মূল মর্মবস্তু মনুষ্যত্ব বিকাশের বিষয়বস্তুকে শিক্ষা থেকে সচেতনুুভাবে আড়াল করছে। যার ফলেশ্রুতিতে উচ্চ শিক্ষা গ্রহন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা তৈরি করে না। কারণ সরকার জনগণকে অজ্ঞতায় অসচেতন রেখে ক্ষমতার সম্পদকে নির্বিঘ্ন রাখতে চায়।

বক্তারা আরও বলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভে প্রতিষ্ঠার পর থেকে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির শিক্ষার দাবিতে লড়ছে। আজও সরকারের অগণতান্ত্রিক আচরণ পরিহার করে ছাত্রফ্রন্টের উত্থাপিত ৮ দফা দাবি বাস্তবায়নসহ জনজীবনের সংকট নিরসনের দাবি জানাচ্ছে। বক্তারা শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার ও আদর্শবাদী ছাত্ররাজনীতি বিকশিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

(জেএইচবি/এএস/জানুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test