E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২১টি অত্যাধুনিক রাইফেলসহ কাভার্ড ভ্যান আটক চুয়াডাঙ্গায়

২০১৫ জানুয়ারি ২৩ ১২:১৮:১৫
২১টি অত্যাধুনিক রাইফেলসহ কাভার্ড ভ্যান আটক চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানসহ ২১টি অত্যাধুনিক লেন্সযুক্ত এয়ার রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশ অস্ত্র চোলাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

দামুড়হুদা মডেল থানার ওসি মো. কামরুম্নজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে দামুড়হুদা থানা পুলিশের একটি টহলদল লোকনাথপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় দর্শনা থেকে একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-শ-১১-০৩৭২) চুয়াডাঙ্গা অভিমুখে আসতে দেখে পুলিশ সেটিকে থামার নির্দেশ দেয়। কাভার্ড ভ্যানটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে ধাওয়া করলে কাভার্ড ভ্যানটি জয়রামপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি জমিতে আটকে যায়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই কাভার্ড ভ্যানে থাকা অস্ত্র চোরাচালানিরা পালিয়ে যায়। পরে পুলিশ কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২১টি অত্যাধুনিক লেন্সযুক্ত এয়ার রাইফেল উদ্ধার করে। ওসি আরো জানান, অস্ত্রগুলো ভারতের তৈরি। ধারণা করা হচ্ছে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্রগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল।

(ওএস/এসসি/জানুয়ারি২৩,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test