E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়ার বিরুদ্ধে হাজার হাজার মামলা হওয়া উচিৎ’

২০১৫ জানুয়ারি ২৩ ১৭:০২:০৪
‘খালেদা জিয়ার বিরুদ্ধে হাজার হাজার মামলা হওয়া উচিৎ’

চট্টগ্রাম প্রতিনিধি : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে সহিংসতা চালানোর দায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে হাজার হাজার মামলা হওয়া উচিৎ।

শুক্রবার নগরীর ষোলশহর এলাকার এলজিইডি হলে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমাদের যেসব জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে তাদের ৩০০ টাকার মাছ যদি ১৫০ টাকা বিক্রি করতে হয় তাহলে এর দায়ভার কে নেবে। আজকে ফুলকপিওয়ালা, টমেটোওয়ালারা তাদের তাদের সবজি বিক্রি করতে পারছে না। গাড়ি আসছে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এর দায়ভার কে নেবে? খালেদা জিয়াকেই নিতে এর দায়ভার নিতে হবে।

মানুষ খুন এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য আমি বলবো হাজার হাজার মামলা হওয়া উচিত বলেন তিনি।

গত মঙ্গলবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে সাম্প্রতিক নাশকতায় দগ্ধ মানুষদের দেখে বের হওয়ার সময় সরকার নাশকতাকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিতে যাচ্ছে বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, যারা পেট্টল বোমা মারছে তাদের মারার কথা বলা হচ্ছে, সাধারণ মানুষকে নয়।

এর আগে ফ্রোবেল প্লে স্কুলের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নিজের জীবনের স্মৃতিচারণার পাশাপাশি অংশগ্রহণকারীদের শিশুদের ছড়া ও গান শুনিয়ে মুগ্ধ করেন তিনি।

অনুষ্ঠানে ভারতের খ্যাতনামা চিকিৎসক ব্যক্তিত্ব ডা. গিট অবেরয়, মালেশিয়ার নাটিংহাম ইউনিভার্সিটির পরিচালক ডা. আলেফিয়া নোমানভাই, স্কুলের অধ্যক্ষ ও পরিচালক হুয়ারা তাহসিন জুহাইর প্রমুখ।

(ওএস/এএস/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test