E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরিবহন শ্রমিকরা বহন করছে পেট্রোল বোমা

২০১৫ জানুয়ারি ২৪ ১৮:১৫:৩২
পরিবহন শ্রমিকরা বহন করছে পেট্রোল বোমা

কুমিল্লা প্রতিনিধি : পেট্রোল বোমায় পুড়ছে গাড়ি, মরছে মানুষ, কাঁদছে মানবতা। দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাঁতরাচ্ছেন অসংখ্য মানুষ। আহত ও নিহতের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলছে। নিষ্ঠুর ও মর্মান্তিক এই হামলার জন্য সাধারণত দোষী সাব্যস্ত করা হয় দুর্বৃত্তদের। এবার জানা গেলো উদ্বেগজনক সেই আসল ঘটনা।

কুমিল্লা মহানগরীতে বাসে পেট্রোল বোমা বহনের দায়ে আটক করা হয়েছে নূরে আলম নামে এক বাস হেলপারকে। আটকের পর তাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটক নূরে আলম মহানগরীর শাসনগাছা এলাকার আবুল কাসেমের পুত্র এবং কুমিল্লা-সিলেট রুটের বাস হেলপার।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে মহানগরীর শানগাছা বাস স্ট্যান্ড এলাকা থেকে নূরে আলমকে (২৪) আটক করে পুলিশ। কুমিল্লা জেলা প্রশাসনের এনডিসি ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান শনিবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, নাশকতার উদ্দেশ্যে নূরে আলম গাড়ির ভিতরে এক বোতল পেট্রোল লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় জেলার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

(ওএস/এটিআর/জানুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test