E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজনীতির মাঠ আ'লীগের দখলে!

২০১৫ জানুয়ারি ৩১ ১৮:০২:৪৭
রাজনীতির মাঠ আ'লীগের দখলে!

স্টাফ রিপোর্টার : হরতাল বা অবরোধের কোন ছাপ নেই রাজধানী ঢাকা সহ সারা দেশে। নিয়মিত ভাবে চলাচল করছে যানবাহন। হরতাল বা অবরোধের দিনে রাজধানীতে যানজট লেগে থাকে, হরতাল বা অবরোধে কোন প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক রয়েছে বলে এমটা দাবি করছে আওয়ামীলীগ। এদিকে বিএনপি একটি সূত্র জানায়, আমাদের নেতা কর্মীদের যেখানে পাচ্ছে সেখান থেকে গ্রেফতার করছে, গুম করছে, পালিয়ে বেড়াচ্ছে, বাসায় নিরাপদে ঘুমাতে পারছে না পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এক এক নেতা কর্মীর বিরূদ্ধে বিভিন্ন ধরনের হয়রানী মুলক মামলা করছে। আমাদের(বিএনপি)কে রাজপথে নামতে দিচ্ছে না। আমাদের (বিএনপি) কেন্দ্রী নেতা কর্মীদের গ্রেফতার করছে। ২০ দলীয় জোটের চেয়ারপারসন বেগম জিয়া আজ প্রায় ১ মাস অবরূদ্ধো,মিজা ফখরুল ইসলাম আলমগীর,আলাল,রূহুল কবির রিজভী সহ প্রায় ৫০ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করছে।

এদিকে হরতাল বা অবরোধে প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে আইন শুংখলা বাহিনী ।র‌্যাব,পুলিশ, বিজিবি,আনসার বাহিনী টহল জোর দার করছে।যাতে কোন প্রকার নাশকতা র্সৃষ্টি করতে না পারে সে জন্য সর্তক রয়েছে ।যেসব এলাকায় নাশকতা হতে পারে সে সব এলাকায় চিনিহÍ করে টহল জোর দার করে বলে জানা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী বা সংগঠকদের সম্পকে সঠিক তথ্য দিলে এবং পেট্রোল বোমা নিক্ষেপকারীদের হাতে নাতে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করবে বলে ঘোষণা দিয়েছে র‌্যাব ও পুলিশ।

এদিকে, ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সংগঠনটি আন্দোলন ঠেকাতে আন্দোলন প্রতিরোধ কমিটি গঠন করেছে। এসব কমিটি হল কেন্দ্রীয় কমিটি,জেলা কমিটি,উপজেলা কমিটি,ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি। কেন্দ্রীয় কমিটি নিয়ন্ত্রণ করছে সকল প্রতিরোধ কমিটি কে। কেন্দ্রীয় কমিটির দায়িত্বে রয়েছে সিনিয়র নেতা কমীরা বলে আওয়ামী লীগ সূত্রে জানায়। যত দিন যাচ্ছে বিএনপির আন্দোলন দুর্বল হচ্ছে বলে দাবি করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এর পক্ষ থেকে জানা যায় বিএনপি যত কিচ’ করূক না কেন কোন লাভ হবে না, রাজনীতির মাঠ এখন আওয়ামী লীগের দখলে রয়েছে। সূত্রটি আরো জানায়, আওয়ামী লীগ সংবিধান রক্ষা করে নির্বাচন করে সরকার গঠন করেছে। ৫ বছরের আগে কোন নির্বাচন হবে না বলে জানায়।

(এমএসই/পি/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test