E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'খালেদা জিয়ার খাবার এখন কেঁড়ে নিয়ে শ্রমিকরা খাবে'

২০১৫ জানুয়ারি ৩১ ১৯:০৬:৩৫
'খালেদা জিয়ার খাবার এখন কেঁড়ে নিয়ে শ্রমিকরা খাবে'

বাগেরহাট প্রতিনিধি : নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার খাবার তার গুলশান অফিসের সামনে থেকে এখন জোর করে কেড়ে নিয়ে শ্রমিক-কর্মচারীরা খাবে। খালেদা জিয়ার জন্য বিএনপির নেতা-কর্মীদের টিফিন কেরিয়ারে করে আনা খাবার তাকে খেতে দেয়া হবে না - আমরা তা বন্ধ করে দেব। সরকার খালেদা জিয়ার অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি, শ্রমিক-কর্মচারীরা তার অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে দাবী করে মন্ত্রী আরো বলেন, এবার শ্রমিকরা আন্দোলন শুরু করেছে। তারা খালেদা জিয়াকে এমন ভাবে ঘায়েল করবে যে তিনি যাতে আর মানুষ হত্যার রাজনীতি করতে না পারেন। ইতিমধ্যে খালেদা জিয়ার হত্যার রাজনীতির শিকার হয়ে মারা গেছে ৫৮জন ড্রাইভার-হেলপার-পুলিশ-বিজিবিসহ সাধানর মানুষ। জনগনের বিরুদ্ধে এই অবরোধ-হরতাল প্রত্যাখান করে শ্রমিক-কর্মচারীরা গাড়ী চালাচ্ছে। সরকার কঠোর হাতে খালেদা জিয়ার মানুষ হত্যার প্রেটল বোমার রাজনীতি দমন করবে।

শনিবার বিকালে বাগেরহাটের রামপাল সদরে বন্ধ হয়ে যাওয়া আর্ন্তজাতিক নৌরুট ঘষিয়াখালী - মংলা চ্যানেলে চায়না হারবার কোম্পানীর ড্রেজার দ্বারা খনন কাজের উদ্ধোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এই আনুষ্ঠানে অন্যানদের মধ্যে বাগেরহাট -৩ আসনের এমপি আলহাজ তালুকদার আব্দুল খালেক, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড.মো: মোজাম্মেল হক খান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান শামসুজ্জোহা খন্দকার, বাগেরহাটের জেলা প্রশাসক মো: জাহাংগীর আলম, পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যাসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

(একে/পি/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test