E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অবশ্যই সংলাপ হতে পারে’

২০১৫ জানুয়ারি ৩১ ১৯:৩১:৫৩
‘অবশ্যই সংলাপ হতে পারে’

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজনীতিতে নির্বাচন ও সংলাপ ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই সংলাপ হতে পারে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শনিবার সংগঠনটির আয়োজনে ‘মিট দ্য রিপোর্টার্স’ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী খালেদার উদ্দেশ্যে বলেন, ‘আপনি যদি সংলাপ চান আপনাকে গণতন্ত্র ক্লাবের গেইট পাস নিয়ে সহিংসতা, জঙ্গিবাদ, রাজাকারদের সঙ্গ ছেড়ে সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে আপনার সাথে সংলাপে বসা যেতে পারে।’

অনুষ্ঠানে ইনু বলেন, ‘তবে আগে চিন্তা করতে হবে কার সঙ্গে সংলাপ করব। খালেদা জিয়া এত অস্থির কেনো? তার অস্থিরতা দেখে মনে হচ্ছে তাকে কেউ পেছন থেকে তাড়া করছে এখনই ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু সংলাপে বসতে হলে তাকে মাথা ঠান্ডা রেখে ধৈর্য্য ধরতে হবে।’

‘আপনি এই মুহূর্তে সরকারের পতন চান তাহলেতো আর কোনো কথা থাকে না, কোনো সংলাপেরও প্রয়োজন নেই’ এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নিজেকে বর্তমান রাজনীতিতে ভিলেন হিসেবে আবির্ভূত করেছেন। তিনি এখন সন্ত্রাসবাদের নেত্রীতে পরিণত হচ্ছেন। মাঝে তিনি সরকারকে সাত দফা প্রস্তাব দিলেন, আর এই সাত দফা কী তা তিনি জনগণ ও সরকারের কাছে স্পষ্ট না করেই লাগাতার অবরোধ কর্মসূচিতে গেলেন। এখন আর তিনি সাত দফা নিয়ে কোনো কথা বলেন না। তিনি বলছেন সরকার পতন না হওয়া পর্যন্ত তার কার্যালয়ে অবস্থান করবেন। খালেদা জিয়ার এমন অস্থিরতা দেখে মনে হয় তার কোনো গোপন এজেন্ডা রয়েছে।’

সরকারের হস্তক্ষেপে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও সহিংসতা অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে দাবি করে হাসানুল হক ইনু বলেন, ‘গত ১০ দিনের চেয়ে দেশে সহিংসতা অনেকাংশে কমে এসেছে। হরতাল অবরোধে দেশের মানুষের জীবন-যাপন স্বাভাবিক রয়েছে।’

সরকার ও ১৪ দল ঘোষিত সারা দেশে প্রতিরোধ কমিটি গঠন প্রসঙ্গে ইনু বলেন, ‘প্রতিরোধ কমিটি গঠন রাজনৈতিক ও দলীয় সিদ্ধান্ত। সময় ও পরিস্থিতি বুঝে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হবে।’

‘নাশকতার’ দায়ে খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রশাসন তাকে গ্রেফতারের ব্যাপারে সময়মত সিদ্ধান্ত নেবে।’

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাটা ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এইমাত্র জানতে পারলাম ঘটনাটি। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে কোনো মন্তব্য করা উচিত হবে না।’

সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে ইনু বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে এখন পর্যন্ত সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়নি। হত্যাকাণ্ডটির তদন্তে প্রশাসনের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। তারপরও প্রশাসনের মাধ্যমেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। আমি আশা করি অতি দ্রুতই প্রশাসন সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে।’

(ওএস/এটিআর/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test