E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মন্ত্রিসভা থেকে ইসলামবিদ্বেষীদের বরখাস্ত করতে হবে

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ২০:৫৬:২৮
মন্ত্রিসভা থেকে ইসলামবিদ্বেষীদের বরখাস্ত করতে হবে

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ সরকারের মন্ত্রিসভা থেকে ইসলামবিদ্বেষীদের বরখাস্ত করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্ল‍ামা হাফেজ জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।

‘সুদ আর রিবা এক জিনিস নয়’ এবং ইসলামি ব্যাংকিংকে ভাওতাবাজি বলে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজত নেতৃদ্বয় বলেন, ধর্মনিরপেক্ষ ক্ষমতাসীন দলের মন্ত্রিসভায় কিছু অজ্ঞ, নাদান ও ইসলামবিদ্বেষী ব্যক্তি রয়েছেন, যারা প্রতিনিয়ত ইসলামের মৌলিক বিধিবিধান নিয়ে ইচ্ছাকৃতভাবে ঠাট্টা-তামাশা ও অপব্যাখ্যায় মেতে উঠছেন।

তারা বলেন, সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলীর ধৃষ্টতার রেশ না কাটতেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেম ও ইসলামি অর্থনীতিবিদদের দ্বারা স্বীকৃত ইসলামি ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে ঢালাওভাবে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। একই সাথে তিনি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ‘রিবা’ আর প্রচলিত সুদ এক নয় বলে মন্তব্য করে সুদ সম্পর্কে মুসলিম তৌহিদি জনতাকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। অর্থমন্ত্রী ইসলামি ব্যাংকিং এবং রিবা বা সুদ সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা অমার্জিত ও শাস্তিযোগ্য অপরাধ। অর্থমন্ত্রীসহ বর্তমান সরকারের মন্ত্রিসভায় ইসলামবিদ্বেষী সদস্যদের অবিলম্বে বরখাস্ত করতে হবে।

তারা আরো বলেন, বিশিষ্ট প-িতমূর্খ অর্থমন্ত্রী আবদুল মুহিত না জেনে না শুনেই ইসলামি ব্যাংকিং নিয়ে নেতিবাচক মন্তব্য করে বসেছেন। এর আগেও ‘ঘুষ নেওয়া দোষের কিছু নয়’ বলে তিনি মন্তব্য করেছিলেন। ঘুষ নেওয়া যার কাছে নৈতিকভাবে কোনো অপরাধই নয়, সেখানে ইসলামি ব্যাংকিং নিয়ে কথা বলার তিনি কে?

হেফাজত নেতৃদ্বয় বলেন, ক্ষমতাসীন সরকারের মন্ত্রীরা যেভাবে ইসলামি নীতিমালা ও বিধিবিধানের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক ও বিদ্বেষপ্রসূত বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে করে আমরা মনে করছি যে, দেশের ক্ষুদ্রসংখ্যক ইসলামবিদ্বেষী নাস্তিক ও মুরতাদ গোষ্ঠীর প্ররোচনায় চিহ্নিত ইসলামবিদ্বেষী মন্ত্রীরা কথিত ধর্মনিরপেক্ষতার নামে এদেশের গণমানুষকে ধর্মহীন করার ষড়যন্ত্র করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, তাদের এই সুস্পষ্ট ষড়যন্ত্র বাংলার তৌহিদি জনতা রুখে দেবে ইনশাআল্লাহ।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test