E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সকল প্রকার দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে’

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:৪১:৩০
‘সকল প্রকার দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে’

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কার্যকরী পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের সকল প্রকার দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। প্রধানমন্ত্রীকে সংকট নিরসনে সংলাপের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি থেকে বিএনপি জোটকে সরে আসতে হবে।

অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন এই আমির।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

‘জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতা নিরসনে অবিলম্বে উদ্যোগ গ্রহণের দাবিতে’ গাবতলী থেকে যাত্রাবাড়ি ১৭ কিলোমিটারব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সবাই সাদা পতাকা হতে অবস্থান নেয়।

বড় দুই দলকে হুঁশিয়ার করে রেজাউল করীম বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য মানুষের বুকে গুলি চালাবে আর আমরা নীরব হয়ে সেটা দেখব তা হতে পারে না। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করবে সেটাও বাংলার মানুষ সহ্য করবে না। লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না।

তিনি বলেন, এই রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে ব্যবস্থা নিতে ইসলামী আন্দোলন আহ্বান জানিয়েছিল কিন্তু তিনি দায়িত্ব পালন করেননি। তাই শান্তির দাবিতে ইসলামী আন্দোলন রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে।

শিগিগিরই এই সংকট সমাধানে সরকার উদ্যোগ গ্রহণ না করলে আগামী ৮ ফেব্রুয়ারি জেলায় জেলায় এবং ১৩ ফেব্রুয়ারি থানা পর্যায়ে সাদা পতাকা হাতে মানববন্ধন করা হবে। এর পরেও সমাধান না হলে সারা দেশ থেকে সাদা পতাকা হাতে নিয়ে সাধারণ জনগণ রাজধানীতে সমবেত হয়ে এর কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসলামী আন্দোলনের আমির।

মানববন্ধনে আরো বক্তব্য দেন- সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা কাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বীন আলমাদানী প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test