E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জ্বালাও পোড়াও করে লাভ হবে না’

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৯:০৩:১০
‘জ্বালাও পোড়াও করে লাভ হবে না’

কুষ্টিয়া প্রতিনিধি : বর্তমান সহিংসতা বন্ধে এক প্রশ্নের জবাবে কুষ্টিয়ায় পানি সম্পদ মন্ত্রী আনিসুল হক মাহমুদ বলেন, এটি একটি সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। রাজনীতির সাথে এর কোন সম্পৃক্ততা নেই। একটি গ্রহনযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। এবং সংসদে আইন সম্মতভাবে সংবিধান পরিবর্তন করা হয়েছে। কেউ যদি এটার পরিবর্তন চান তা হলে জনগণের ম্যান্ডেট এনে পরিবর্তন করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কুষ্টিয়ায় গড়াই নদী পুন:খনন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) নজরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডঃ জাফর আহমেদ, প্রকল্প পরিচালক ওয়াহেদ উদ্দিন চৌধুরী, প্রকল্প পরিচালক (গড়াই রেষ্টুশেন প্রকল্প) হুমায়ন আহমেদ, প্রকল্পের প্রধান প্রকৌশলী সফিউল আলম ও কুষ্টিয়া জিকে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী নয়মূল হক, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ।


দেশে জরুরী অবস্থা জারী অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,প্রধামন্ত্রী বলেছেন জরুরী অবস্থা দেয়ার কোন দরকার নেই। তিনি জনমত সৃষ্টি করে আরও শক্ত অবস্থানে যাবেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ নিয়ে সমীক্ষা করা হয়েছে। সেখানে ৪ বিলিয়ন ডলার খরচ হবে। গঙ্গা ব্যরেজে যেমন উপকার আছে তেমন অসুবিধাও আছে। এটা নিয়ে আলোচনা হচ্ছে, শীঘ্রই একটা সমাধানে পৌছাবো।

মন্ত্রী সেচ প্রকল্প সর্ম্পকে বলেন, আমাদের প্রত্যেকটা প্রকল্প অনেক বছর হয়ে গেছে। এগুলো সংস্কার করা হবে। পানি ব্যবহার এর উপর চার্জ স্মার্ট কার্ড দিয়ে করা যায় কিনা দেখছি।

উল্লেখ্য, ফেরীযোগে মন্ত্রী ২০১৪-১৫ গড়াই পুনরুদ্ধার পুন:খনন প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখেন।

(কেকে/এস/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test