E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিদেশিরা কে কী বলছে-এসব নিয়ে সরকার উদ্বিগ্ন নয়’

২০১৫ ফেব্রুয়ারি ০৬ ১৪:১০:০০
‘বিদেশিরা কে কী বলছে-এসব নিয়ে সরকার উদ্বিগ্ন নয়’

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশিরা কে কী বললো তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্য, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নারী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতনিবিময় করেন ১৪ দলের নেতারা।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিদেশিরা কে কী বলছে-এসব নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, কোনো মাথা ব্যথাও নেই।

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ১৪ দলের এই মুখপাত্র বলেন, ২০ দলের সঙ্গে কোনো সংলাপ নয়, সংলাপের প্রশ্নই উঠে না। যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের সঙ্গে কীসের সংলাপ?

জনপ্রতিরোধেই ২০ দল পরাজিত হবে বলে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

সংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহন গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test