E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামী লীগ নির্বাচিত সরকার

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ২০:৪৪:১১
আওয়ামী লীগ নির্বাচিত সরকার

কুমিল্লা প্রতিনিধি : আওয়ামী লীগ নির্বাচিত সরকার, আমরা নির্বাচিত প্রতিনিধি। গুন্ডাকে খুনিকে যেভাবে শায়েস্তা করতে হয় সেভাবে তাদের শায়েস্তা করতে হবে। যে শায়েস্তা করতে পারবে সে থাকবে। যে পারবে না তাকে ছেড়ে দেওয়া হবে বলে প্রশাসনের উদ্দেশে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিকালে কুমিল্লার নোয়াবাজারে বিএনপি জামায়াত জোটের টানা অবরোধ হরতালে পেট্রল বোমা হামলা চালিয়ে চৌদ্দগ্রামের জগমোহনপুরে ৮ বাসযাত্রীকে হত্যার প্রতিবাদের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, স গণতন্ত্র আপনি আমাদেরকে শেখাবেন? খালেদা জিয়া আপনাকে আমেরিকা পর্যন্ত বলেছে সন্ত্রাস বন্ধ করুন, দুনিয়ার সবাই বলছে সন্ত্রাস বন্ধ করুন। খালেদা জিয়া কারো কথা শুনবেন না, কিভাবে খালেদা জিয়াকে কথা শুনাতে হয় তা আপনাকে বুঝিয়ে দিবো ইনশাল্লাহ। আর কয়েকটা দিন যাক দেখবেন আপনার (খালেদা জিয়া) কালো হাত ভেঙ্গে দেয়া হবে।

নাসিম বলেন, খালেদা জিয়া আপনি নির্বাচনের কথা ভুলে যান, চার বছর মাথা ঠান্ডা করে দল গোছান আর আপনার বেয়াদপ ছেলেকে চুপ করান। তাহলে বুঝবো জনগণ আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না।

তিনি আরো বলেন, নির্বাচন আবার হবে, তা হবে ২০১৯ সালে, নির্বাচন হবে। নির্বাচনের মাঠে খেলা হবে। খেলার মাঠে খালেদা জিয়া আসুন দেখি কে জিতে কে হারে।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোভেট আবদুল মতিন খসরু এমপি, হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, তাজুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. ওমর ফারুক প্রমুখ।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করেছে বিএনপি জামায়াত-শিবির। তারা নিরীহ মানুষকে বোমা মেরে পুড়ে মারছে। আজ থেকে বিএনপি, জামায়াত-শিবিরের কোনো গুন্ডামি সহ্য করা হবে না।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষ হত্যা বন্ধ করুন। নিরীহ মানুষকে হত্যা করে বোমা মেরে ক্ষমতায় যাওয়া যায় না, ক্ষমতার পরিবর্তন হয় নির্বাচনে।

জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মাঈন উদ্দিন খান বাদল এমপি বলেন, যারা বাস পুড়িয়ে মানুষ হত্যা করেছে তাদের আমরা খুঁজে বের করব। যারা মেরেছে, পয়সা দিয়েছে ও যোগান দিয়েছে আমরা তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, মানুষ হত্যা করে কোনো গণআন্দোলন হয় না। ইসলাম ধর্মে মানুষ হত্যাকারীর কোন ঠাঁই নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত তা নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

(একেএইচ/এটিআর/ফেব্রুয়ারি ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test