E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুশীল সমাজ দুই দলের কোন্দলের সুযোগ নিতে চায়’

২০১৫ ফেব্রুয়ারি ১২ ১৮:১২:৩২
‘সুশীল সমাজ দুই দলের কোন্দলের সুযোগ নিতে চায়’

যশোর প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ অভিযোগ করেছেন, পাকিস্তান ও তার পশ্চিমা মিত্ররা ’৭৫-এর হত্যাকান্ডের মতো ষড়যন্ত্র করছে। মার্কিন যুক্তরাষ্ট্রেকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, তারা এ দেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা ’৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।

বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে এ অভিযোগ করেন তিনি। সকাল সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসডিয়াম সদস্য প্রেসিয়িাম সদস্য কাজী জাফর উল্লাহ। এরপর কাউন্সিলের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তৃতায় আওয়ামী লীগের মুখপাত্র সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রশ্ন রাখেন- কার সঙ্গে সংলাপ হবে? বিএনপি তো পেট্রোলবোমায় মানুষ হত্যার দায়িত্ব নিচ্ছে না। তাহলে কোন ভূতে বোমা মারছে? সেই ভূতের সঙ্গে সংলাপে বসতে হবে? তিনি বলেন, ‘অবরোধের নামে ৮৭ জনকে পুড়িয়ে মারা হয়েছে। বিএনপি-জামায়াত এর দায়-দায়িত্ব নিলে সরকার পরবর্তী করণীয় নির্ধারণ করবে।’

সুশীল সমাজের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় সুশীলদের গণতন্ত্রের দরকার হয়নি। এরা জানে, জনগণের ভোটে কখনও নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে না। তাই তারা দুই দলের কোন্দলের সুযোগ নিতে চায়। কিন্তু আপনাদের সেই খায়েশ পূরণ হবে না। সরকার আপস করবে না। তিনি সংলাপের ধুয়া তুলে মানুষ পোড়ানোর ঘটনা আড়াল করার চেষ্টা না করার আহ্বান জানান সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রেসিয়িাম সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর ৩ সদর আসনের এমিপ কাজী নাবিল আহমেদসহ নেতৃবৃন্দ।

(জেকেএম/এএস/ফেব্রুয়ারি ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test