E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাহিত্য চর্চা বাড়াতে হবে’

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ০০:১৭:৪৮
‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাহিত্য চর্চা বাড়াতে হবে’

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সাহিত্য চর্চা বাড়াতে হবে।’

বৃহস্পতিবার ছড়াকার তৌহিদুল ইসলাম কনক রচিত ‘বঙ্গবন্ধু ছন্দ ছড়ায়’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, ‘সাহিত্য মানুষের সুপ্ত গুণাবলী জাগ্রত ও বিকশিত করে। নানন্দিক সংস্কৃতি বিকাশের মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি তরুণ সমাজকে বই পড়তে আগ্রহী করে তুলতে লেখক ও সংগঠকদের প্রতি আহ্বান জানান।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা দেশের সর্বস্তরে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধুর আত্মজীবনী শিক্ষার সকল স্তরে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।’

বাংলা একাডেমির বইমেলার নজরুল মঞ্চে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক নাছিরউল্লাহ ভূঁইয়া ও দফতর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি কবি এম আর মঞ্জু, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি আয়াত আলী পাটওয়ারী, কবি আবু জাহের টুটুল, কবি আসলাম প্রধান, কবি মাহাবুব রহমান মনু, কবি প্রদীপ মিত্র, কবি হারুন মুহাম্মদ, কবি বাপ্পি সাহা, কবি শাহানা রাণী, কবি আলমগীর, কবি মালেক মাহমুদ প্রমুখ।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test