E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়া নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন’

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১৮:৫২:০৯
‘খালেদা জিয়া নিজেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছেন’

বগুড়া প্রতিনিধি : নৌ পরিবহন মন্ত্রী এম শাজাহান খান বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের সাধারণ মানুষকে মারার জন্য, কষ্ট দেয়ার জন্য আন্দোলনের ডাক দিয়েছেন। আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদে তার মা খালেদা জিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। পেট্রোলবোমা হামলা, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুুষ মারছেন। আজ আপনি শতশত মায়ের বুক খালি করছেন। তার জন্য আপনার কোন কষ্ট হয় না। আপনি তাদের কষ্ট বোঝেন না।

আপনার নেতাকর্মীরা সারা দেশে পরিবহন শ্রমিক, যাত্রীদের পুড়িয়ে মারছে। আপনার কান্না পায় না। আপনার কষ্ট হয় না। আজ তিনি জনতার ভয়ে নিজেই বাড়িতে আছেন। সরকার তাকে অবরুদ্ধ করেনি। নিজেই নিজেকে অবরুদ্ধ করেছেন। এখন নিজের নিরাপত্তার জন্য নিজেই তাঁর কাঁটার বেড়া দিয়েছেন। নিজের নিরাপত্তা নিজেই বৃদ্ধি করেছেন। বাংলার কৃষক, মুচি, কামারসহ সাধারণ মানুষ আপনাকে ক্ষমা করবে না। সারা দেশে আন্দোলনের নাম করে ৬১ জন পরিবহন শ্রমিককে পুড়িয়ে, কুপিয়ে হত্যা করেছেন। আপনাকে ক্ষমা করা হবে না। শুক্রবার বিকালে বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে হরতাল অবরোধ সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারি পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে পরিবহন জ্বালিয়ে দিয়ে শ্রমিক চালক হেলপার সহ যাত্রী হত্যার প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বগুড়া জেলা মোটর মালিক গ্র“প ও মোটর শ্রমিক ইউনিয়েনের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ মোঃ আখতারুজ্জামান ডিউক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রাজশাহী বিভাগীয় সড়ক ও পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন কবীর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচীব এনায়েতুল্লাহ খান। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কামরুল মোর্শেদ আপেলের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, মোটর মালিক গ্র“পের সাবে সভাপতি তৌফিক হাসান ময়না।

বগুড়া শহরের বারোপুরে পেট্রোল বোমায় আহত ট্রাক চালক পটল এর সার্বিক চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test