E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর শহর আ’লীগের সম্মেলনে জাপা নেতার আ’লীগে যোগদান

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ২১:২৫:২১
শেরপুর শহর আ’লীগের সম্মেলনে জাপা নেতার আ’লীগে যোগদান

শেরপুর প্রতিনিধি : দীর্ঘ একযুগ পর ১৪ ফেব্রুয়ারি শনিবার শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আহমদ হোসেন প্রধান অতিথি এবং উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অতিথিদের হাতে ফুলের তোড়া দিয়ে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও শহর কমিটির সদ্য পদত্যাগী সভাপতি আলহাজ্ব আনসার আলী আওয়ামী লীগে যোগদান করেন।

সম্মেলনে প্রধান অতিথি আহম্মদ হোসেন তার বক্তব্যে বলেন, দেশের বুদ্ধিজিবীরা সংলাপ নিয়ে সরব, কিন্তু জামাত বিএনপি জোট আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, সে ব্যাপারে বুদ্ধিজীবীরা কোন কথা বলেন না। বিশেষ অতিথির ভাষণে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, সারা দেশে বিএনপি-জামায়াত একাত্তুরের কায়দায় গণহত্যা শুরু করেছে। এ অবস্থা মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের চেতনায় সকল মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাশকাতা মোকাবেলায় পাড়া-মহল্লায় গণ প্রতিরোধ কমিটি গঠন করার জন্য দলীয় কর্মীদের পরামর্শ দেন। শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল ছাড়াও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, নাজিমুল হক নাজিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালক শহর কমিটির সাধারন সম্পাদক প্রকাশ দত্ত সাংগঠনিক রিপোর্ট পেশ শোক প্রস্তাব পাঠ করেন। দলীয় সূত্রগুলো জানায়, দীর্ঘদিন পর শেরপুর শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হলেও কাউন্সিলের কোনো প্রার্থী না হওয়ায় ৬৭ সদস্য বিশিষ্ট কমিটির শীর্ষ পদগুলোতো কোনো পরিবর্তন হচ্ছেনা। অ্যাডভোকেট আবুল কাশেম-প্রকাশ দত্তের নেতৃত্বাধীন কমিটির নেতারাই স্ব-স্ব পদে বহাল থাকছেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ২৩ জুলাই শহর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো।

(এইচবি/পি/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test