E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদাকে বাকি জীবন জেলেই কাটাতে হবে’

২০১৫ ফেব্রুয়ারি ২৮ ১৬:৩৩:৩০
‘খালেদাকে বাকি জীবন জেলেই কাটাতে হবে’

মেহেরপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ খালেদা জিয়া উদ্দেশ্য করে বলেছেন,আপনার রাজনীতির মৃত্যু হয়েছে। জেল যাওয়ার জন্য প্রস্তুতি নিন। বাকি জীবন আপনাকে জেলেই কাটাতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের সাথে বেগম খালেদা জিয়া যুদ্ধ ঘোষনা করেছেন। তিনি পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করে উল্লাস প্রকাশ করছেন।আপনাকে এর দায়ে কাঠগড়ায় দাড়াতে হবে। তিনি আরো বলেন, কোনো কারণ ছাড়াই দেশে ৫৪ দিন অবেরোধের মত কর্মসূচী দিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রতে পরিণত করার অপচেষ্টা করছেন।
মাহবুব উল আলম হানিফ শনিবার দুপুরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ জামায়াতকে উদেশ্যে করে বলেন, হাতে পায়ের রগ কাটা, মানুষের গলা কাটা কোনো ধর্মের কাজ নয়।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল, সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন । এছাড়াও মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ এস ইমন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আশকার আলী, সদর উপজেলা সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা সভাপতি শহিদুজ্জামান খোকন, সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সাবেক ছাত্র নেতা অ্যাড. আব্দুস সালাম, কেন্দ্র উপকমিটির সদস্য আমিনুল ইসলাম রতন, যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার,কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ।
(ইএম/পিবি/ফেব্রুয়ারি ২৮,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test