E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মান্না আহাম্মকের স্বর্গে বাস করে’

২০১৫ মার্চ ০২ ১৩:৫১:১২
‘মান্না আহাম্মকের স্বর্গে বাস করে’

কুমিল্লা প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, মাহামুদুর রহমান মান্না সেনাবাহিনীর স্বপ্ন দেখেন, তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। তিনি জানেন না ভাইবারেও কথোপকথন রেকর্ড হয়। সেটাও ফাঁস হয়ে যায় সেটা তিনি জানেন না। তিনি খোকা সাহেবের সাথে কথা বলেছেন। এই মান্নার বিচার হলে সেটা কি অমানবিক হবে? একটা দেশকে অস্থিতিশীল করার জন্য সে বলছে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলতে। তিনি বলছেন হল দখল করতে। এ সব বলে পরিস্থিতি অন্য দিকে নেওয়ার গভীর ষড়যন্ত্র চালানো হয়েছে।
মন্ত্রী রবিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, সন্ত্রাস করে সরকার উৎখাত করা যায়না। সন্ত্রাসকে কোনভাবেই প্রশয় দেওয়া যাবেনা। হরতাল অবরোধের নামে যে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছে সে সব প্রত্যেকটি ঘটনার বিচার হবে। যারা পেট্রোল বোমা মারছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। বিচারে একটু হয়তো সময় লাগবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণ আন্দোলনের অর্থই হলো ব্যাপক জনগোষ্ঠীর সম্পৃক্ত করা। আনেআদলনের নামে বিএনপি জামায়াতের নাশকতায় সড়কে বাস পরিবহনের ১২২জন শ্রমিক বোমায় দগ্ধ হয়ে মারা গেছে। আন্দোলনের নামে সন্ত্রাস সৃষ্টি করা, মানুষ পুড়িয়ে মারা, এটা কোন আন্দোলন হতে পারেনা। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকেনা সে আন্দোলনের বিজয় হয়না।
পরিবহন শ্রমিক নেতাদের কে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং বিএনপি জামাতের চরিত্র জানার তাগিদ দেন মন্ত্রী।
মন্ত্রী বিএনপি আমলে সড়ক পরিবহন সেক্টরে শ্রমিকনেতাদের হত্যার বিষয়ে বর্ননা দিয়ে বলেন, পরিবহনের মালিক শ্রমিকরা অত্যাচারিত হয়েছিল। বিএনপি আবারও ২০১৫ সালে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিচার অবশ্যই একদিন হবে।
সড়ক পথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চলাচলের লক্ষ্যে সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে রবিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে মতবিনিময় করেন। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ের পুলিশ সুপার রেজাউল করিম, বাস মলিক সমিতির ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা. বি-বাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালীবাস মালিক শ্রমিক নেতৃবৃন্দ এসময় উপিস্থিত ছিলেন।

(একেএইচ/পিবি/মার্চ ০২,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test