E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের অগ্রযাত্রা রুখতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে’

২০১৫ মার্চ ০২ ১৪:১৫:২০
‘দেশের অগ্রযাত্রা রুখতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে’

নাটোর প্রতিনিধি : নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, বিএনপি-জামায়াত দেশের অগ্রযাত্রা রুখতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করতে মড়িয়া হয়ে উঠেছে। তাদের হরতাল অবরোধের নামে দেশ জ্বালাও পোড়াও কর্মকাণ্ড ও মানুষ পুড়িয়ে হত্যা রুখতে এ দেশের মানুষ একাত্তরের মতো আবারও গর্জে উঠবে।

রবিবার নাটোরের নলডাঙ্গা উপজেলা হালতিবিলের ট্যাংকির অসমাপ্ত কাজের পুনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার রেজাউল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা আয়েশা সিদ্দিকা, জেলা শ্রমিকলীগ নেতা সৈয়দ মর্তুজা আলী বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনায়ার হোসেন আনু, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আলোর নির্বাহী পরিচালক শামিমা লাইজু নিলা, সিএনআরএস মোহাম্মদ সুরুজ মিয়া প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথিশফিকুল ইসলাম শিমুল আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পরিকল্পিতভাবে দেশের অগ্রগতি রোধ করতে দেশে সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীরা এ হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের ধ্যান ধারণা সাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তিই এ দেশের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। এসময় গোপার উর্ধতন কর্মকতা ও স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জার্মান সরকারের আর্থিক ও কারিগরী সহায়তায় এবং জেলা মৎস্য অধিদপ্তরের তত্বাবধানে গত বছর হালতিবিলে (মৎস্য অভায়শ্রম) ট্যাংকি খননের কাজ শুরু হয়। কিন্তু বন্যাজনিত কারণে কাজ অসমাপ্ত থেকে যায়। ওই অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই রবিবার পুনঃখনন কাজ শুরু করা হয়। এই কাজ বাস্তবায়নে ২৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় বেসরকারী সংস্থা আলো এই কাজ বাস্তবায়ন করছে।
(এমইআর/পিবি/মার্চ ০২,২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test