E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আব্দুল জলিল

২০১৫ মার্চ ০৬ ২০:০৫:৫১
রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আব্দুল জলিল

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশে তাঁর রক্ত এবং আদর্শের উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার জন্য তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন।

শুক্রবার বাদ আছর বগুড়া শহরের সাতমাথাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বগুড়া জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. মকবুল হোসেন, এ্যাড. রেজাউল করিম মন্টু, আবুল কালাম আজাদ, এ্যাড. আমানউল্লাহ, এসএম শাজাহান, এ্যাড. শফিকুল ইসলাম আক্কাস, এ্যাড. সাইফুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, আসাদুর রহমান দুলু, এ্যাড. জাকির হোসেন নবাব, শেখ শামীম,আলমগীর বাদশা, সাজেদুর রহমান শাহীন, আল রাজী জুয়েল, মাশরাফি হিরো, হেফাজত আরা মিরা, জুলফিকার রহমান শান্ত, কামরুজ্জামান মাসুদ, তুষার আহম্মেদ, শহিদুল ইসলাম বাপ্পি, বজলুর রহমান বকুল, রুহুল আমিন বাবুল, নাজমুল কাদির শিপন, নাইমুর রাজ্জাক তিতাস, সনত কুমার সরকার, জিহাদ আল হাসান জুয়েল, আসলাম হোসেন, আতাউর রহমান আতা, রুবেল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আব্দুল জলিল এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(এএসবি/এটিআর/মার্চ ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test