E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে’

২০১৫ মার্চ ০৮ ১৮:১৮:৫৫
‘২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে’

রাজশাহী প্রতিনিধি : হরতাল-অবরোধের নামে হত্যাকাণ্ড চালিয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ আন্দোলন কোনো সরকারে বিরুদ্ধে নয়, কোনো নেত্রীর বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত।’

রাজশাহী বিসিক শিল্প নগরীতে রবিবার দুপুরে নিটল-নিলয় গ্রুপের হিউম্যান হলার তৈরির কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে প্রথম এ কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে নিটল-নিলয় গ্রুপ।

শিল্পমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জানেন এ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই এ আন্দোলন। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা ও বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা, এ দুই উদ্দেশ্য সামনে রেখে চলমান হত্যাযজ্ঞ সংঘটিত হচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করতে হবে।’

আমির হোসেন আমু বলেন, ‘রাজশাহীর উন্নয়নে সরকারের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। সরকার এ অঞ্চলের শিল্প সম্ভাবনা কাজে লাগিয়ে দ্রুত আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করতে চায়। এ লক্ষ্যে ৩০ একর জমির উপর রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাবসংবলিত ডিপিপি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। সে মোতাবেক ৩০ একরের বদলে ৫০ একর জমির উপরে ১৩২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ৩০৮টি নতুন শিল্প প্লট তৈরি হবে। এর মাধ্যমে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।’

মন্ত্রী বলেন, ‘টাটা মোটরসের সহযোগিতায় এটিই রাজশাহীতে প্রথম মটর শিল্প প্রতিষ্ঠান। কারখানাটির মোট ব্যয় ২০ কোটি টাকা। প্রতি বছর এখান থেকে ৪০ হাজার টেম্পোর বডি তৈরি হবে। ফলে বাংলাদেশের আটো মোবাইল শিল্প খাতে নতুন মাত্রা সংযোজিত হবে।’

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিসিকের চেয়ারম্যান আহম্মদ হোসেন খান, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন প্রমুখ।

এ ছাড়াও এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলুসহ রাজশাহী ও দেশের বিভিন্ন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী হিউম্যান হলার তৈরি কারখানার উদ্বোধন এবং তা পরিদর্শন করেন।

(ওএস/এএস/মার্চ ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test