E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণ বোমাবাজির দায়ে খালেদা জিয়ার বিচার করবে’  

২০১৫ মার্চ ০৮ ১৮:২৮:৩৬
‘জনগণ বোমাবাজির দায়ে খালেদা জিয়ার বিচার করবে’  

মাগুরা প্রতিনিধি : একাত্তর ও পচাত্তরের খুনিদের মত পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে অচিরেই বিচারের আওতায় আনা হবে। রবিবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি আরো বলেন- তালেবান আইএসের সাথে যেমন কেউ আলোচনা করেন না। তেমনি বোমাবাজ জঙ্গীদের সাথে কোন আলোচনা হবে না। খালেদা জিয়া হরতাল ডেকে ঘরে বসে থাকেন। দেশের মানুষে সে হরতাল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসেছে। জন সমর্থনহীন হরতাল বোমা মেরে সফল করা যাবে না বলে তিনি উল্লেখ করেন।

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মাগুরা জেলা আওয়ামী লীগের এ সম্মেলন। দুপুরে ৪টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কাউন্সিলর ডেলিগেটসসহ দলের হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ। বিকেলে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কার্যক্রম চলছে।

(ডিসি/এএস/মার্চ ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test