E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে ঘটনায়

চিকিৎসাধীন অবস্থায় আহত যুবলীগ নেতার মৃত্যু

২০১৫ মার্চ ১৭ ১০:৩০:৪৫
চিকিৎসাধীন অবস্থায় আহত যুবলীগ নেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত যুবলীগ নেতা মনু মিয়া মারা গেছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনু মিয়া রায়পুর উপজেলার উত্তরচর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক একই ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকার আমান উল্যার ছেলে।

নিহতের বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করেছেন উত্তরচর আবাবিল ইউনিয়ন যুবলীগ সভাপতি কৌশিক আহমেদ সোহেল।

এঘটনায় হায়দরগঞ্জ বাজার এলাকা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয় সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এছাড়াও উপজেলা যুবলীগের আহ্বায়কর কামরুল হাসান রাছেল বলেন, উপজেলার সকল নের্তাকর্মীরা নিহত যুবলীগ নেতা মনু মিয়া লাশ নিয়ে মিছিল ও প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছেন।
এর আগে ১৩ মার্চ শুক্রবার দুপুরে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রায়পুরের হায়দরগঞ্জ বাজারের আওয়ামী লীগ নেতা হাওলাদার বাহিনী ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা (বিএসসি) ও যুবলীগ নেতা মনু মিয়াসহ দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে পাঠানো হয়।

(এমআরএস/অ/মার্চ ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test