E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘২০ দলীয় জোট শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে’

২০১৫ মার্চ ২৩ ১৪:০৯:৪৬
‘২০ দলীয় জোট শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে’

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন বর্তমানে  বিএনপিসহ ২০ দলীয় জোট হরতাল অবরোধের নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, কিন্তু জনসমর্থন না পাওয়ায় তারা প্রতিশোধ মূলক ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষ ও ছাত্র ছাত্রীদের শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। সরকার তাদের এই আন্দোলন কঠোরভাবে দমন করবে।

তিনি আরো বলেন বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার ও মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্যই এই আন্দোলন করছে। জনগনের কাছে এ জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। তিনি গতকাল রবিবার দুপুরে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. মজিদ আলী, সরকারি কলেজের অধ্যক্ষ এ.কে.এম মুজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। কলেজের ছাত্র ছাত্রীরা ক্রীড়া প্রতিযোগীতার পাশাপাশি রম্যনাটক, নাচ-গান দিয়ে অনুষ্ঠানকে আকর্ষনীয় করে তোলে।

(এএম/এএস/মার্চ ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test