E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'খালেদার গায়েবি ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে না'

২০১৫ মার্চ ২৭ ১৮:২৮:০৪
'খালেদার গায়েবি ডাকে সাধারণ মানুষ সাড়া দিচ্ছে না'

সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেগম খালেদা জিয়া আন্দোলনের ব্যর্থ নেত্রী, গোপন স্থান থেকে হরতাল-অবরোধের গায়েবি ডাকে দেশের সাধারণ মানুষ কোনো সাড়া দিচ্ছে না। উন্নযন প্রত্যাশী, গণতন্ত্রপ্রিয় মানুষ ভয়কে জয় করে এখন রাস্তায় নেমেছেন। কর্মসূচি ঘোষণা করে যারা পালিয়ে বেড়ান, আন্ডারগ্রাউন্ড দলের মতো গোপন স্থানে লুকিয়ে থেকে বিবৃতি পাঠান, তাদেরকে মানুষ বিশ্বাস করেন না।

আজ শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থা ফিরেছে বলেও দাবি করেন মন্ত্রী।

আসন্ন সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্তে নাসিম বলেন, বিএনপি সিটি নির্বাচনে অংশ করে চলমান গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছে। তা না হলে তারা গণতন্ত্রের পথ থেকে হারিয়ে যেতো। নির্বাচন ছাড়া একটি রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে একটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়া গণতন্ত্রকে শুধু সুসংহতই করে না, দলীয় নেতাকর্মীদেরও চাঙ্গা করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দল বা ব্যক্তির জন্য সমান সুযোগ থাকবে বলে তিনি সবাইকে নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সভায় অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, সেরিনা বেগম স্বপ্না এমপি, দলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, মোস্তফা কামাল খান, জান্নাত আরা তালুকদার হেনরী, হাজী ইসহাক আলী ও দানিউল হক দানীসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/অ/মার্চ ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test