E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নেতা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফখরুলের

২০১৪ মে ১৩ ১৪:২৩:১৫
বিএনপি নেতা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফখরুলের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ জেলার কালিগঞ্জ পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র ও কালীগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ইসমাইল হোসেনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে হত্যাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ফখরুল বলেন, গত ৫ জানুয়ারি পাতানো নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতা দখল করে অবৈধ ও গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার সেইজন্য গুম, খুন, অপহরণসহ সন্ত্রাসী খেলায় মেতে উঠেছে। ক্ষমতাবিলাসে বিভোর হয়ে তারা সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের মৌলনীতিগুলোকে মাটিচাপা দিয়েছে। তাদের খুন-খারাপির অপশাসনে গোটা দেশ যেন শ্মশানে পরিণত হয়েছে। চারিদিকে রক্তের হোলিখেলা চলছে। আর তারই নিরবচ্ছিন্ন অংশ হিসেবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র ও কালীগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ইসমাইল হোসেনকে হত্যা করা হয়েছে।

বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা বিষয়ে এতটাই বিমূঢ় হয়ে পড়েছে যে, তারা বেঁচে থাকার গ্যারান্টি খুঁজে পাচ্ছেনা বলেও উল্লেখ করেন তিনি।

(ওএস/এটি/মে ১৩, ২০১৪)

মির্জা আলমগীর আরও বলেন, হাজারবার ধুলেও কয়লাকে যেমন কালিমুক্ত করা যায়না, একইভাবে আওয়ামী লীগও কখনোই গণবিরোধী চরিত্রের পরিবর্তন করতে পারবে না। সর্বক্ষেত্রে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে এখন হিংস্রতা দিয়ে জনগণকে কাবু করতে চাচ্ছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিবৃতিতে ইসমাইল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

(ওএস/এটি/মে ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test